১।
ভালো ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হবে।

২। উৎকৃষ্ট ইটের আকার সুষম।এর তলগুলো সমান,কিনার ও কোণগুলো তীক্ষ্ন ও পাশগুলো সমান্তরাল।৩। .ভালো ইট নখ বা ছুড়ি দিয়ে আছড় কাটা যায় না।

৪। ভালো ইটের পানি বিশোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের ১/৫ থেকে ১/৭ অংশ (১৫%থেকে ২০%) এর     অধিক হবে না। 

৫। ভালো ইটে দ্রাব্য লবণের পরিমান ২.৫% এর অধিক হবে না।

৬। ইটের ওজন সাধারণত ৩.১২৫ কেজি হবে ।

৭। ইটকে ১.২-২ মিটার উপর থেকে শক্ত মেঝেতে T অক্ষরের ন্যায় ফেললে সহজে ভাঙ্গে না।

৮।ইটের টানশক্তি প্রতি বর্গইঞ্চিতে ৩০০০ পাউন্ড থেকে ৫০০০ পাউন্ড( বা প্রতি বর্গসেন্টিমিটারে ২১০  থেকে৩৫০ কি.গ্রাম) হবে।

৯। ইটের বাংলাদেশি মানসম্মত পরিমাপ ২৪২ মি.মি * ১১৪ মি.মি * ৭০ মি.মি বা "৯.৫ x৪.৫" x ২.৭৫" মসলা সহ ১০" x ৫" x ৩" বা ২৫৪ মিমি×১২৭মিমি×৭৬মিমি।