১। একমুষ্টি সিমেন্ট পানিতে ফেললে ডুবে যাবে।

২। একমুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জড়ো করলে জড়ো হয়ে থাকবে।

৩। সিমেন্টের বস্তার ভিতরে হাত দিলে ঠান্ডা অনুভূত হবে ।

৪। দুই আঙুলের মাঝে নিয়ে ঘসা দিলে মিহি পাউডারের মতো অনুভূত হবে ও আঠালো মনে হলে বুঝতে হবে ভাল সিমেন্ট ।

৫। গ্লাস প্লেটের উপর সিমেন্টের প্রলেপ দিয়ে ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে না ফেটে জমাট বাধলে বুঝতে হবে ভাল সিমেন্ট ।

৬। এক মুষ্টি সিমেন্ট পানির মধ্যে ধরি, যদি কিছুক্ষনের মধ্যে গরম অনুভূত হয় তবে সিমেন্ট ভাল।